Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Kumar Archita

Abstract Drama Fantasy

2  

Kumar Archita

Abstract Drama Fantasy

জাদু নগরী

জাদু নগরী

1 min
18



 আলতো করে রাখা ছিল সোনার চাদরে মোরা , 

 হাত ঠেকাতেই রুপোর কাঠি হয়ে উঠলো ফুলের তোড়া ,

আবার হাত ঠেকাতেই ফুলের তোড়া হয়ে গেল সোনার চাবি ,

অবুঝ মন বুঝতে পারল না কিছু !

কিন্তু অবাক হলো এই অদ্ভুত কার্যকলাপ দেখে ।


আধো আলো অন্ধকারে ঢাকা চারিদিক , 

চোখ ধাঁধাময় ভরা ,

কানের পাশ দিয়ে শোনা যায় হাততালির আওয়াজ,

জমকালো জামা কাপড়ের সমরহ চারিপাশে, শুধু হাততালি আওয়াজ আর নানার রংবেরঙের খেলার প্রদর্শনী , "এ আমি কোথায় এলাম ?" "কোথায় চলে এলাম কিছুই বুঝতে পারলাম না ? " হঠাৎ একটু মন্ত্রমুগ্ধকর পুরুষ কণ্ঠস্বর শুনে ,আমি এগিয়ে গেলাম আরো এগিয়ে গেলাম।

 শেষ প্রান্তে পৌঁছে দেখলাম ! আমি আমার বাড়ির ছাদেই দাঁড়িয়ে আছি,

 কিন্তু আমি বুঝতে পারলাম না ! আমি কোথায় গিয়েছিলাম ,এ কোন মায়া জাদু নগরী ? কার সেই পুরুষ কণ্ঠস্বর তিনি কি সেই আমাদের পিসি সরকার জুনিয়র ।।


 


Rate this content
Log in