STORYMIRROR

Kumar Archita

Abstract Drama Fantasy

3  

Kumar Archita

Abstract Drama Fantasy

এক যে ছিল কন্যা

এক যে ছিল কন্যা

1 min
863

এক যে ছিল কন্যা!

 নামটি তাহার বন্যা,

 উজ্জল সোনার মতো রং তার,

 ঘন মেঘের মত চুল।

 পরনে তার হলুদ শাড়ি

 আর কাঁচের চুড়ি।

 মাখে সে সুগন্ধি আতর,

 এল চুলে লাগায় লাল গোলাপখানি।

 কোমরে বাধা জর্জেটের রুমাল

 ফুর ফুরিয়ে তা ওরে,

 চুলে এমন ঢেউ খেলে হাওয়ায়,

 দেখে সবাই ভিরমি খায়,

 টগবগিয়ে চলে সে,

 পয়েন্ট হিল পড়ে

 মলম সাথে রাখে সে,

 পাছে মচকিয়ে সে পড়ে।

 মাকে বলো না গো তোমরা

 জানলে সে দেবে বকা,

 বেশ লাগে তার

 যখন কেউ তাকে বলে,

 ওগো কাজল নয়না আমারও প্রিয়া।

 থাকে সে দূর শহরে 

 নামটি যার নাগরদোলা।

 লোকে সবাই শুনে বলে,

 যাব নাকো সেইখানে।

 অদ্ভুত সব শহুরে মানুষ

 পায়ে হেঁটে কি তারা চলে?

 আজব নগরের আজব মেয়ে,

 অদ্ভুত তার কাহিনী 

 তিন কন্যার এক কন্যে,

 নামটি যাহার বন্যা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract