শুভ শারদীয়া --- শারদ সংখ্যা
শুভ শারদীয়া --- শারদ সংখ্যা


ঢাক বাজে, কাঁসর বাজে,
উলু দে মা বলে,
ধূপধুনোর গন্ধ গেল চিলেকোঠোর ঘরে,
নতুন জামা, নতুন জুতোয় সাজল বাঙালিরা;
লাল, নীল ,হলুদ আলোয় ঢাকলো সারা শহর,
খুশির ফোয়ারায়ে ভিজলো বাঙালিরা,
পূজোর আনন্দতে মাতলো বাঙালিরা,
মা মা বলে ডাকি অঞ্জলিতে গিয়ে,
মা বলে দাঁড়াও বাপু!
তোদের চাপে পড়ে হয়ে গেলাম দিশেহারা,
বল তোদের কি প্রার্থনা,
কীসের এত দুঃখ,
ঘুছিয়ে দে মা সব দুঃখকষ্ট,
ভরিয়ে দে খুশিতে,
মা বলে যা! দিলাম তিন বর,
সৌভাগ্য, সুখ, আর আনন্দ;
এই শুনে বলল সবাই,
" বলো দুগ্গা মাঈকী কি জয়"!
পুজোর শেষতে ভক্তদের প্রশ্নে,
মায়ের চোখ অশ্রুজলে ভাসে,
তবে মা আসবে তো আগামী বছরে?
মা বলে অপেক্ষা করো তোমারা সবাই,
আসব আমি আবার আগামী বছরে।