স্মৃতিধারা
স্মৃতিধারা


আজ ও ভুলিনি সেই ছোট্ট ছোট্ট পায়ের কথা,
যারা সারাদিন ঘাসের উপর দৌড়ে বেড়াতো;
আজও ভুলিনি সেই রংবেরঙের প্রজাপতির মেলা;
যারা সারাক্ষণ সেই বন্ধ পার্কের গাছের উপর ঘুরে বেড়াতে,
আর ভুলিনি সবথেকে বড় বড় সমুদ্রের ঢেউ কে,
যে জলের নিচে থাকা পাথর নুরীকে গ্রাস করে নেয়;
সেই নীল হলুদ পাখিটির উড়ে বেড়ানো কে,
যে নীল আকাশ জুড়ে বৃন্দাবনের বাগানে ঘুরে বেড়াতো;
শৈশবের সেই ছোট মুহূর্তগুলোকে,
সেই চাট ফুচকা খাওয়ার বায়না কে;
সেই মেলায় গিয়ে খেলনা বাটি কেনা কে;
পুতুলের জন্য জামা কেনা কে;
ছোট ছোট কানের দুল,<
/em>
যে দুলগুলো আমি সযত্নে এখন রেখে দিয়েছি,
সেই জিলিপি আর রাবরির কথা;
আমরা মেলায় গেলেই খেতাম,
আজও ভুলিনি এসপ্ল্যানেড এর সেই ট্রাম লাইন এর রাস্তাটা;
সেই কফি হাউসের আড্ডাটা,
ভজহরি মান্না মোগলাই পরোটা আর কষা মাংস,
গোলবাড়ির মাটান কষা,
এলগিনের নেতাজি ভবন,
আজও সেই রাস্তা গুলো আমার মনকে ছুঁয়ে যায়;
সেই স্মৃতিগুলো আমাকে ঝাকিয়ে দিয়ে বলে?
আমি তোর স্মৃতিধারা ,
আমি চিরকাল থেকে যাব তোর মধ্যে;
তোর হৃদয় হয়ে যাব বিলীন,
হয়ে থাকবো চিরকালের মতো বহমান।