STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

দুর্ভিক্ষ

দুর্ভিক্ষ

1 min
230

        


তীব্র তাপের ক্রোধ বহ্নিতে, পৃথিবীর বুক ফাটে;

জল শুখিয়ে রুক্ষ নদী, বিল ;

বৃষ্টি বিনা তপ্ত দিনের খরতাপ রোদ্দুরে,

মাঠের ফসল মাঠেতে হয়েছে লীন |


দুর্ভিক্ষের হাতছানিতে ভয় জেগেছে প্রাণে,

বাঁচার চিন্তা ত্রস্ত-ভীত মনে;

খাদ্যাভাবের আর্তনাদে ক্ষুধিত পরান কাঁদে,

জীবন শিক্ষা ম্রিয়মান অনাহারের দানে |


জুড়াইতে ক্ষুধার জ্বালা, দোরে ঘোরে হাতে থালা;

উচ্ছিষ্ট, বাসি কিছু অমৃত নেয় মানি;

শীর্ণ-শুস্ক দেহে, রুধিবার শক্তি নাহে;

রোগের প্রকোপে কাঁদে প্রাণী |


অভুক্তের সঙ্গী মহামারী, জীবনের সঙ্গে যেন অরি;

ধ্বংসলীলার মাতামাতিতে নাচি;

তবু প্রাণের এ ধরণী 'পরে, দৃঢ় শক্তি যুঝিবারে;

জীবন-আলো স্পন্দনে থাকে বাঁচি |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract