দুপুর
দুপুর
তুমি আর আমি,মাঝে বেশ কিছু হাইফেন
কুচি বৃষ্টির জলবাহী নদী সলতে
হঠাৎ,কথার ছলে দুহাতে বাধছো অগোছালো খোঁপাটা
আমি খেই হারা অবাধ্য বুলি বলতে..
যেভাবে পাহাড় মেঘেদের ডেকে বসালো
ঘাসফুল জুড়ে সংযম ভাঙ্গে.. বৃষ্টি
সেভাবে তোমার একদৃষ্টে গভীর চাউনি
খুন হয়ে যাই..যাবো যাবো করি,যাওয়া হয়নি।
তাই একসাথে চিলেকোঠা ভাসা দুপ্পুর
আচার শুকোতে ভাত ঘুম ছেড়া অছিলা
কুঁচি বৃষ্টির নদী নদী জল সলতে
পাহাড় টপকে.. ঝর্নার গান বলতে...

