STORYMIRROR

Debashis Bhattacharya

Romance Others

3  

Debashis Bhattacharya

Romance Others

দুফোঁটা চোখের জল

দুফোঁটা চোখের জল

1 min
222

আমার প্রেমের  কবিতা

কখনও ধরা দেয়না

সবসময় তার কথাই ভাবতে থাকি 

একদিন হঠাৎ সামনে এসে

দু মিনিট দাঁড়িয়ে থেকে

একটু হেসে চলে গেলো

আমার বুকটা ধড়ফড় করে

অধীর চিত্তে বলে উঠলো

তুমি যেওনা

তুমি যখন আসো

আমি কত খুশি হই

তা কি তুমি জানো

যখন তুমি চলে যাও

আমি একান্তে কত কাঁদি

যা তোমার ধারণারও অতীত

তুমি যখন চলেই যাবে

তখন এলে কেন

তুমি হাসতে হাসতে বললে

আমি এইজন্য আসি যে

আমি চলে যাবার পর

তুমি স্বপ্নে আমার কথা ভাবতে ভাবতে 

কাটিয়ে দেবে তোমার বাকি জীবনটা

আমি প্রেরণা হয়ে থাকব তোমার সাথে 

আমি তো আমার সারা জীবন 

কাটিয়ে দিচ্ছি তোমার কথা ভেবে ভেবে

ব্যাস প্রেরণা কেবল 

আমার দুফোঁটা চোখের জল    


Rate this content
Log in

Similar bengali poem from Romance