দুফোঁটা চোখের জল
দুফোঁটা চোখের জল
আমার প্রেমের কবিতা
কখনও ধরা দেয়না
সবসময় তার কথাই ভাবতে থাকি
একদিন হঠাৎ সামনে এসে
দু মিনিট দাঁড়িয়ে থেকে
একটু হেসে চলে গেলো
আমার বুকটা ধড়ফড় করে
অধীর চিত্তে বলে উঠলো
তুমি যেওনা
তুমি যখন আসো
আমি কত খুশি হই
তা কি তুমি জানো
যখন তুমি চলে যাও
আমি একান্তে কত কাঁদি
যা তোমার ধারণারও অতীত
তুমি যখন চলেই যাবে
তখন এলে কেন
তুমি হাসতে হাসতে বললে
আমি এইজন্য আসি যে
আমি চলে যাবার পর
তুমি স্বপ্নে আমার কথা ভাবতে ভাবতে
কাটিয়ে দেবে তোমার বাকি জীবনটা
আমি প্রেরণা হয়ে থাকব তোমার সাথে
আমি তো আমার সারা জীবন
কাটিয়ে দিচ্ছি তোমার কথা ভেবে ভেবে
ব্যাস প্রেরণা কেবল
আমার দুফোঁটা চোখের জল

