STORYMIRROR

Manik Goswami

Fantasy Others

3  

Manik Goswami

Fantasy Others

দর্শক

দর্শক

1 min
131


খেলতে আমার মন চায় না, দেখতে ভালোবাসি;

রাগবি, টেনিস, ক্রিকেট আনে উত্তেজনার রাশি।

খেলার আছে অনেক ধরন, অনেক প্রকার ভেদ;

সব খেলাতেই প্রতিযোগিতা, সৌহার্দ্যের শেষ।

খেলা মানেই হার-জিৎ আছে, মানতে পারে কজন ?

হেরে গেলেই বঞ্চনা আর পক্ষপাতিত্বের জ্বলন।

ফুটবল বলো, হকি বলো, মেজাজ হারানো সোজা;

প্রতিপক্ষের দাপুটে খেলা না মানাটাই মজা।

নিজের দলের পরাজয়ে রক্তে গরম ভাব,

প্রতিহিংসার আগুনে পোড়ে কুটিল মনোভাব।

কোনো দলকেই করিনা এখন পূর্ণ সমর্থন,

সাধারণ এক দর্শক হয়ে খেলা দেখে ভরে মন।

মাঠের খেলায় মন লাগে না, প্রকৃতির খেলা দেখি;

আকাশ জুড়ে রঙের খেলার আলোকচিত্র আঁকি।

শ্রাবনের ধারার পরে উজ্বল আলোক চিত্রকলা,

নীল আকাশে সাদা মেঘের উড়ে বেড়ানোর খেলা।

প্রকৃতির এই মায়াবী খেলায় জগৎ মাতোয়ারা,

আমি দর্শক, উপভোগ করি খেলার নতুন ধারা।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy