STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

দর্পণ

দর্পণ

1 min
119

অগ্রভাগ দেখি শুধু ; দেখি না যে পৃষ্ঠ,

দেখায়েছি শতবার ভয়ে ভাবনায়,

পেচক দেখিতে পায় ; সকলি অদৃষ্ট,

বহুগামী অক্ষিযন্ত্র পিছু দেখে নাই

ভাগ্য সুপ্রসন্ন তাই কুরুরাজ অন্ধ,

পারে নাই দেখিবারে বধূর লাঞ্ছনা,

পাইত না শুনিবারে হইলে কবন্ধ,

পিছুপানে দৃষ্টিদান - সে নহে বাঞ্ছনা।

দর্পণে নিজেরে দেখি রূপের বাহারে,

আপন পশ্চাৎ ভাগ তথাপি অদৃশ্য,

প্রতিবিম্ব মাত্র তার দেখাই যাহারে,

মনের দর্পণ তবু তখনো অস্পৃশ্য।

আলোক রঞ্জন রশ্মি দস্যু রত্নাকর,

বাল্মীকি প্রতিভা যেন অভিশাপে বর।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy