দরিদ্রনারায়ণ
দরিদ্রনারায়ণ


রথ তলাতে রথের মেলায়
হারিয়ে গেলাম ভীড়ের ঠেলায় !
কামড়ে গরম জিলিপি ভাজা
জিব পুড়িয়ে পেলেম সাজা !
নাগরদোলায় চরলুম আমি
পেট পাকিয়ে উঠলো বমি !
দেখতে নিয়ে মাটির পুতুল
টুকরো করে করলাম ভুল !
ফেরিয়ালার বাঁশের ভেঁপু
বাজলো আমার ফু'তে কচু !!
একি কান্ড জগন্নাথ ঠাকুর
আমার জন্য শুধুই কাকড় !!
এতো সুন্দর মেলা আর ঝিকমিক আলো
আমার কি আর লাগছে ভালো ?
দুঃখ প্রকাশ করে আমি গেলাম কিছু দুরে
অবাক হয়ে দেখি সেথায় মানুষ আস্তাকুঁড়ে !
অভুক্ত সব মানুষ , কঙ্কাল সার দেহ
রথযাত্রার দিনেও তাদের প্রসাদ দেয়নি কেহ ।
ছুটে গিয়ে এলাম নিয়ে গজা জিলিপি নিমকি
দরিদ্রনারায়ণ সেবা করেই পেলাম আমি শান্তি ।