Pratik Nandan Bose
Abstract Tragedy
কত নিবিষ্ট হাত কাঁধের উপরে
কত আলুথালু দিবানিশী...
কত কত ফুল
কত ফল,
কত নারী
এ জীবনে চাওয়ার ছিল কী আরও কিছু!
একা একা বসে চাঁদের সাথে কথা,
আমাকে যেতে হবে,
যেতে হবে একা
দোতারা তো বাজাতে পারি না
আমি নিজে হয়েছি দোতারা
বিরহ
পরিযায়ী
মগ্নমনা
নীল-বুদ্ধ
গল্পগুচ্ছ
অন্ধবিন্দু
অ্যারোমা
খেচর
বাড়ি
পুজারিনী
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
কালো বৌ কালো বৌ
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
গোধূলি বেলা গোধূলি বেলা
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
বিলাস বিলাস
বর্ণহীন ভালোবাসা বর্ণহীন ভালোবাসা
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...