দোতারা
দোতারা


কত নিবিষ্ট হাত কাঁধের উপরে
কত আলুথালু দিবানিশী...
কত কত ফুল
কত ফল,
কত নারী
এ জীবনে চাওয়ার ছিল কী আরও কিছু!
একা একা বসে চাঁদের সাথে কথা,
আমাকে যেতে হবে,
যেতে হবে একা
দোতারা তো বাজাতে পারি না
আমি নিজে হয়েছি দোতারা
কত নিবিষ্ট হাত কাঁধের উপরে
কত আলুথালু দিবানিশী...
কত কত ফুল
কত ফল,
কত নারী
এ জীবনে চাওয়ার ছিল কী আরও কিছু!
একা একা বসে চাঁদের সাথে কথা,
আমাকে যেতে হবে,
যেতে হবে একা
দোতারা তো বাজাতে পারি না
আমি নিজে হয়েছি দোতারা