STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Others Children

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Others Children

দহন

দহন

1 min
207


দহন

মোঃ হেদায়েতুল ইসলাম


বলি ছোট্ট অসহায় দিপুর কিছু অব্যক্ত কথা,

 যা শুনলে অনেকেরই মনে জাগবে ব্যথা।

অল্প বয়সেই বাবা টি তার গিয়েছিল যে মারা,

জীবনটি তার অতিষ্ট হয়েছিল খারাপ মানুষদের দ্বারা।

অভাবের সংসারে দিপুকে যেতে হতো কাজে,

দিপুর মহাজন' ছিল লোভী তার ব্যবহার ছিল বাজে।

সকাল থেকেই ওই ছোট হাতে কতই কাজ করতে হতো,

ঝাড়ু দেওয়া বাসন মাজা হোটেলের ফরমায়েশ ছিল যত।

বিন্দুমাত্র ভুল হলে কাজে মহাজনে করতো প্রহার, 

ঐ মহাজন' ঐ দিনে আর দিপুরে দিত না আহার।

সারাদিন কাজ করে দুবেলা দিপু আহার পাইত,

ঐ আহার টুকু এনে দিপু ও তার মা মিলে খাইতো।

কুড়ে ঘরে দিপু থাকতো বৃষ্টিতেই ভেসে যেত মাঝে মাঝে,

শীতবস্ত্র ছিলনা তার তাই কাঁপতো সকাল সাঁঝে।

দিপুর সতীর্থ সব যেত স্কুলে দিপু থাকতো চেয়ে,

কষ্টে কাঁদত দিপু অশ্রু গড়িয়ে পড়ত তার গাল বেয়ে। 

কিছুদিন পরে দিপুর মা না ফেরার দেশে গেল চলে, 

আজব পৃথ্বী এতই দহন ছিল কি ঐ ছোট্ট দিপুর ভালে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy