ধ্বংস শিখা
ধ্বংস শিখা
লোভের জোয়ার নিয়ে যায়
দূর থেকে বহু দূরে।
মূল্যবোধ হীন বালুকা রাশি।
মরুভূমি।
অস্তরাগের আলো চোখ রঙিন,
জমাট বাঁধে অন্ধকার।
মনের ভিতর পাপের হায়না।
উঠে ধ্বংস শিখা।
তপ্ত বালুতে ঝড়ের পূর্বাভাস
কালবৈশাখী।
