STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Tragedy Fantasy Inspirational

দেয়ালে

দেয়ালে

1 min
176

তারে খুঁজি হারালে, ঘরে কিছুতেই নিইনা পেলে,

ভালো লাগে শেষ না হওয়া পথের ছবি দেয়ালে।

সিনেমাতে সুচিত্রা উত্তম এর চলন্ত দৃশ্যটা দেখলে, 

ভাবনায় পড়ে যাই আমি এখনও ঐ গানটা শুনলে।

খুশী নই নিজেকে বাইকের পেছনে কল্পনা করলে,

কোমর পিঠ ব্যাথা হয়ে যায় বেশীক্ষণ ওভাবে বসলে।

গাড়িতেও ভালো লাগেনা বেশী দূরের পথ গেলে,

রেলগাড়িতে সময় নষ্ট, একঘেয়ে, কি আছে কপালে!

প্লেনেও লোককে বাধ্য হয়েই চড়তে হয় দূরে গেলে,

ভালো হয়, যদি কোথাও যাওয়া যায় চোখ বুজলে।

পথ চলার আনন্দ পাওয়া যায় শুধু কিছু দূর গেলে,

হেঁটে হলেও আপত্তি নেই সাথে প্রিয় কেউ থাকলে।

আর ভালো লাগে নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য দেখলে!

সব প্রিয় মানুষকে ছাড়তে আমি রাজি একশো হলে,

নিজে খুশী মনে যেতে চাই আশি বছর কমপ্লিট হলে।

হ্যাঁ, কিছুই করার নেই কথাটা একটু অদ্ভুত শোনালে,

থুত্থুড়ি বুড়ি হতে নিজে খুব ভয় পাই যে আসলে!

খুব ভালো লাগে বুড়ো বুড়িদের কেউ ভালোবাসলে।

ছোটোরা তো খুশী নিজেদের অনেকের মাঝে পেলে,

মানুষ যে ভীড়েও একা হয়ে যায় প্রিয়জন হারালে।

অতিত হাতড়ে প্রিয় স্মৃতি খুঁজে ফেরে বয়েস হলে, 

আনমনে আঁচড় কেটে যায় নিজের মনের দেয়ালে।

হয়তো কেউ একা একাই বিড় বিড় করে কথা বলে,

কি আর করবে বলো, কথা শোনার মানুষ না পেলে !

হাত পা কাঁপে বিছানা থেকে বাথরুম যেতে গেলে,

মনে একটু সাহস পায় কেউ ধরে সাহায্য করলে! 

চোখে হাসি ফুঁটে ওঠে হঠাৎ কাউকে চিনতে পারলে।

মুখে সিগারেট নেই, তবু বাঁ হাতে নিজের দু আঙুলে,

মনে মনে ধোঁয়া ছেড়ে খুশী, অভ্যেস কাকে বলে !


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy