দেবতা(11)
দেবতা(11)


দেবতার বহু রূপ
বহু নামে সে পৃথিবীতে বিরাজমান,
তাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি
তুমিই তো সর্বাধিক পরিচিত নাম।
মনুষ্যদেহের তুমিই তো ডাক্তার।।
তুমি সচল বলে
আমরা চলতে শিখলাম,
তুমিই জগতের বাদশাহ হে প্রভু
আমরা তোমার গোলাম।
কৃপার সাগর তুমিই তো ডাক্তার।।
সেই অতীত যুগ থেকে
জীবসেবাই তোমার একমাত্র ধ্যান-জ্ঞান,
কি কঠিন ব্রত গো তোমার
হাসিমুখে করে যাও পালন।
বীরসাধক তুমিই তো ডাক্তার।।
তোমারই স্পর্শে প্রভু
জীবেরা ফিরে পায় প্রাণ,
এক অকৃত্রিম জীবন দান করো তুমি
তুমিই তো মহান।
দানস্রষ্টা তুমি, তুমিই তো ডাক্তার।।
যখন মহা সংকটের কবলে পড়ে জগত
সে তো যায় অন্ধকারের অন্দরে,
তুমিই তখন সাহস জোগাও বলহীনের হৃদয়ে
একজন নির্ভয়া বীরযোদ্ধা রূপে।
তুমিই তো মুক্তিযোদ্ধা, তুমিই তো ডাক্তার।।
তুচ্ছ করো নিজের অমূল্য জীবন
যখনই আঁধার ধেয়ে আসে পৃথিবীর বুকে,
নিজেকে লিপ্ত করো কঠিন গবেষণায়
ওই কালো অন্ধকারের বিনাশে।
তুমিই আলো, তুমিই তো ডাক্তার।।
এমনই অন্ধকার নেমে এসেছে আজ
মানবসভ্যতার বুকে,পৃথিবীও আজ অন্ধকারে,
এমন সংকট থেকে মুক্তি দাও বিশ্ববাসীকে
এমনই ভিক্ষা রইল তোমার দ্বারে।
তুমিই সংকটবিনাশী, তুমিই তো ডাক্তার।।
যখন সমগ্র বিশ্ববাসী আতঙ্কে নিমজ্জিত
ঠাঁই নেয় ঘরের ভেতরের এককোনে,
"জগত রক্ষা করবো আমি, আলো দেখাবো আমি"
এমনই দৃঢ় কল্পনা তখন, তোমার আছে মনে মনে।
তুমিই তো সাহস, তুমিই তো ডাক্তার।।
তুমি আজ শপথ করো তবে
মুক্ত করবে বিশ্বকে,
বাঁচাবে তুমি সবকটি জীবন
রক্ষা করবে করোনার হাত থেকে।
তুমিই তো ডাক্তার, তুমিই তো দেবতা।।