ডুবতে আছে বাকি
ডুবতে আছে বাকি
তারে তারে বাঁধি অন্তর কত তার বাজে মনে,
এক নিমিষে ভূবন এসে দেয় ধরা হৃদয় বনে।
পলকে পাল তুলে প্রাণের পালকে ঢেউ লাগে,
নিবিড় ছায়া শান্তি শেল অন্তর পুনঃ পুনঃ জাগে।
ঘুমের ঘরে জেগে থাকি জেগে ঘুমাই দিনে,
যোগের খাতায় বিয়োগ করি হিসেব ভরে ঋণে।
সাত সকালে রাত দুপুর আর গভীর রাতে সন্ধ্যে,
আমরা এখন জীবন কাটাই সাত সতেরো দ্বন্দ্বে।
পায়ের নিচে মাটি কোথায় কেবল লড়াই মাঠে,
তোমার গোপন সত্যে মিথ্যে ভাঙছি হাড়ি হাটে।
বুকের ভেতর অনেক ফাঁকা সাজাই তবুও ছন্দে ,
কষ্ট ঢেকে ভালো থাকি ভরে হৃদয় গন্ধে।
প্রথা ভাঙার সাহস কোথায় মেনে নিতে শিখি,
হাবুডুবু হাঁটু জলে ডুবতে আছে বাকি।
