STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

3  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

ডাকচিঠি-৫৪

ডাকচিঠি-৫৪

1 min
107


নদীর বুকে গুলি করে কবিতার জন্ম হয়

তুমি কি বলবে কেবলই এটি নীহারিকা ছবি

নীল মৃত্যু আলোকিত পথে সাহিত্যের বই

রক্তাক্ত হয়।

আমি যাই না ফেরার পথে

বিপরীত পথে তোমাদের 'শূন্য' মাঠ পার হয়ে যায় বহুবার

ফুলের চেয়েও সুন্দর মন

ফসলের ক্ষেত সোনার হৃদয় পালক জল

মুখের কথা ঝুলতে থাকে বারান্দায়

কার মুখ চিনি আমি এতকাল!

লাল মলাটের বইগুলি পড়তে পড়তে

নীল বেদনায় ভরে যায়

অবশেষে বললে তুমি সবই যেন কিসের ইতিহাস!

এভাবে ক্রমাগত এড়িয়ে যাচ্ছি

দাগ টানাটানির কথা আগুন জ্বেলে হবে দেখা

সেপথ যেতে কষ্ট হয় , বহু কষ্ট হয়।

এ বিরাট পৃথিবীতে মিশে যায় জলের প্রতিটি বিন্দু

আমার চোখের অতল গহবর হতে

বিষাদ অরণ্য ডুবে যায়।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract