দারোয়ানের মাইনে
দারোয়ানের মাইনে
স্মশানে, রক্তেমাখা মাটি –
ক্লিষ্ট; আজও গন্ধ পায়,
নিশিগন্ধার|
নিশিরাত,
চোখের কালোয়|
অন্ধকারে নিখোঁজ,
অজস্র নিশিরাত|
শুয়ে আছে বিছানায়,
আঁধারের লাশ|
জীবাণু ছিঁড়ে খায়,
কীট বুনে যায় বাসা,
সেই ঠিকানায়!
যেই শরীর,
নষ্ট হয়ে গেছে বলে, ‘বডি’,
ছিঁড়ে-খাওয়া এঁঠো লাশ,
যেই শরীর,
শুকনো কংকাল উদাসীন,
কবরের কিংবা কফিনের ভেতরে –
তাদের পরিচয় আজ নেই অক্ষত!
সেই সমস্ত শরীর,
তাই জেগেছে আজ –
রাত চিনে নেবে বলে;
ভেঙে অবিরাম ঘুম এতকালের,
উঠেছে মৃত্যুর খোলস ছেড়ে,
শান্তির 'জীবন' ছেড়ে,
কফিনের প্রেম ভুলে গিয়ে,
জবাবদিহি করতে –
তারা এখনো কেন 'মৃত'?
তারা কি আদেও, সুরক্ষিত?
রাতের দারোয়ান-ই বা কোথায়?
প্রশ্নের উত্তর দেবোনা –
কারণ, কথার খেলাপ|
হয়েছে পার,
হাজার-কয়েক নিশিরাত;
এখনো ‘দারোয়ানের’ মাইনে পাইনি|
তাদের সুরক্ষার ভার,
নয় তবে আমার!
