দাম্পত্য
দাম্পত্য


একটা একটা করে সব তারা
বেঁধে নিলে তোমার আঁচলে
আকাশের জাজিমে চাঁদকারা
একলা তমসার মেঘবাদলে ।
সমুদ্রের ধারাবাহিক ফেনায়মুখ ডুবিয়ে
ভালোবাসার ঋণের দেনায়দুঃখ লুকিয়ে।
তোমার চোখে
সূর্যোদয় ঠোঁটে লজ্জার দাগ
তোমার চোখে
সূর্যাস্ত অনিবার্য সোহাগ।
অধিকার - সীমা ভেঙে জলস্রোত ঠেলে আসতে পারি
দেখতে রোজকার সূর্যোদয় সূর্যাস্ত
তোমার কাঁচুলির সন্ধ্যা ভোর তোমার জোরে তুমি নারী।