দাম- পথ্য
দাম- পথ্য


তুমি পাথর হলে, আমিও হালকা শিৎকারে চেঁটেপুটে নিই তোমার রগরগে শরীর, দেহজলে কোন কার্পণ্য না রেখেই ভিজিয়ে নিই অর্ধেকটা মন....
আমি পাথর হলে, তুমি কিন্তু পারোনা মুঠোয় মুঠোয় ছড়িয়ে দিতে রাতের স্নেহজল, কপালের তাপটুকু মেপে নিয়ে সিক্ত হওয়ার স্পর্ধা তোমার কখন...
তুমি উদার হলে, দাম্পত্যের কারাগারে কখনও কোন চাবি দিই না আমি, রোজ রোজ কত ফুল কত সুগন্ধ ছড়ায়,
একবারও তাকিয়ে না দেখেই কাটিয়ে যাই জীবন...
আমি উদার হলে, তোমার তখন কঠিন অসুখ,
বিপদসীমায় বাস, কখন কোথায় যায় হিসেব সারাক্ষণ,
অবিশ্বাসের দগদগে ঘায় গোপন গোপন চলন......