STORYMIRROR

Tuloshi Chakraborty

Classics

0.2  

Tuloshi Chakraborty

Classics

দাদার অভাব

দাদার অভাব

1 min
856


পৃথিবীটা লাগত না আজ এমন গোলক ধাঁধা

যদি থাকতো আমার মনের মতো একটি প্রিয় দাদা,


যে দিন কোনো কারণে বাড়ি ফিরতে রাত হয়ে যায়

সেদিন ক্লান্ত দেহ,মন আমায় দাদার কথাই খুব ভাবায়,


থাকতো যদি নাড়ির টানের একটি আপন দাদা

চলার পথে কমে যেতো আমার হাজার বাঁধা,


হৃদয়ের স্পন্দনের মিল তার সঙ্গে থাকতো

আমার কষ্টের অর্ধের ভাগ সে ঠিক লাঘব করতে পারতো,


বোনের চোখে দেখলে জল...

সে দাদার মন করতো ছলছল...

বলতো সে কি হয়েছে বোন তোর আগে আমায় খুলে বল?


দুষ্টুমি আর খুনসুটি তো থাকতই সারা রাত দুপুর

ছোট্ট বোন হয়ে থাকতাম খুব আদরে ভরপুর

,


চোখের আড়াল হলেই সে আমার খোঁজ নিতো

সে আমাকে অনেক অনেক ভালোবাসতো,


শাসন ও সে করতো আমায়, কান টেনে টেনে

কান্না করার ভান করে আমি পালিয়ে ছুটতাম যে কোনোখানে,


ভাগ্যক্রমে ঝগড়াও যদি লাগতো একটিবার

জানি আমি আমার আগেই সে মেনে নিতো হার,


কখনো অনেক উপহার আনতো কিনে

কখনো ঘুরতে নিতো তার সনে,


মেলায় গেলেই দিত এনে রং বেরঙের চুরি

ভাইফোঁটাতে আনতো মনের মতো শাড়ি,

সাধ্য হলো আমিও দিতাম তার পছন্দের ঘড়ি,


যার জীবনের খুবই দামি আমার মুখের হাসি

তার কষ্টেও পাশে থেকে বলতাম দাদা তোকে বড্ড ভালোবাসি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics