STORYMIRROR

Sipra Debnath

Tragedy Fantasy

3  

Sipra Debnath

Tragedy Fantasy

চুপিসারে

চুপিসারে

1 min
346


সাধের বাংলোটির প্রত্যেকটি তাকেই

অনেক অনেক স্বপ্ন থরে থরে সাজানো হয়েছিল

একেকটি ভর্তি রঙিন খামে।

কেউ এসে চুপিসারে একদিন আগুন লাগিয়ে দিয়ে চলে গেল।

শুধু আমার বাঙলোটিই পুড়ে ছাই হয় নি 

পাইনের তলায় দাঁড়িয়ে দেখেছি অসহায় দৃষ্টিতে

আমার ফল ফুলের টব আর সবজি বাগান 

সেও জ্বলে পুড়ে শেষ।

বাংলোর প্রবেশপথে মখমলে সবুজ গালিচা পাতা ছিল

তাপ সইতে না পেরে আমার সাধের গালিচা মরা হলুদ।

আধপোড়া আমার স্বপ্ন সিঁড়ি ভাঙা কাঠ

নিচে অগ্নিদগ্ধ রুগীবৎ চিত হয়ে শুয়ে ওপরে অপলক তাকিয়ে

গায়ে দহন জ্বালা,,,

ঝড় টির নাম কি যেন ছিল?

ও -ও যশ নাকি ইয়াস্ ? সে বিধ্বস্ত করে গেলেও

শীতল হাওয়া তো রেখে গিয়েছিলো,

সবাই সব সামলে উঠেছে একটু করে

অপরিচিত আততায়ীর আতাতে সব তছনছ 

করে দিতে সময় দু'দণ্ড নিল না

কেমন খা-খা করছে আগের সেই সবুজ পৃথিবী। 






Rate this content
Log in

Similar bengali poem from Tragedy