চুমু
চুমু


বেশ করেছ চুমু দিয়ে
ঘন্টা বাজাও আর বিপর্যস্ত চুমু আঁকো গালে
আবার নীলখামে ঢাকা পড়েছে বৈধতার চিঠি
এখন যেকোনও দিক নীচু
পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ
ফলত কালো চুমু আর ঝলসানো আশপাশ...
সহজে বিষিয়ে যাচ্ছে খাবার
কেউ বলেছে প্রথাগত, কেউ বলেছে স্পষ্ট সংকেত
কেউ কেউ বলেছে গাঢ় হচ্ছে চুমু...
বেশ করেছ চুমু দিয়ে
ম্যাপ আঁকো আর গড়ে তোলো নির্বিবাদী বসতি
কোনো শরীর শুধু চুমুর জন্য জন্ম নেয় না রোজ
বরং চুমুরা কবর খুঁজেছে মাঠে
শুধুমাত্র মাটির গভীরেই পরিত্যক্ত ঠোঁটেরা নগ্ন হতে জানে...