চোখ
চোখ


দল বেঁধে উঠছিলাম দলমা পাহাড়ে
দারুণ আনন্দ আর ধিকিধিকি ভয়
হঠাৎ হাতির পাল যদি ঘিরে ধরে!
পটকা যেগুলো আছে ফাটবে তো সব!
ক'হাত যেতে না-যেতেই গাইড দেখান
সে দিন এখানে ছিল বিশাল ময়াল
ওই যে পায়ের ছাপ, হাতি হেঁটে গেছে
এখনই ঝাঁপাতে পারে বাঘ পিছু থেকে।
দেখে দেখে ফেলছি পা দুরুদুরু বুকে
লতানো গাছেরা বুঝি ফাঁদ পেতে আছে
মেঘের আড়াল থেকে জংলি-মানুষ
তির যদি ছুড়ে মারে কী হবে কে জানে!
রাতে ফিরে বাংলায় মনটা খারাপ
দু'-একটা সাপ আর হনুমান ছাড়া
কিছুই গেল না দেখা, ফালতু এলাম!
ক্যানেস্তারা পেটাচ্ছে আদিবাসী গ্রাম।