চো রা বা লি
চো রা বা লি


গীটার টা ছুঁয়ে ইউরেনিয়াম, কাপ থেকে চুমু
দেখানো তমোঘ্নর সাথে বেশ কিছুক্ষন
হঠাৎ হত্যা ! ভেঙে যাওয়া কাপ -প্লেট !
ভিজেছে আস্তিন, ফালতু মাস্তুল ! শব্দহীন !
শরীরে শরীর মিশে ব্যস্ত কারখানা
মেঘ-বৃষ্টির লিপস্টিক খাওয়া তর্ষণ
অতঃপর পরামৃতের বীরমাটি, কাদম্বিনীর আকাশ
আমার ফুটপাতে একলা ধূম শহর ! রাত্রিদিন...
ধূম নলে শুধুই কার্বন-ডাই-অক্সাইড...
তাতে আমি অনির্বাণ দীর্ঘ নীল ঢেউ
অসুখে-মন ধরেছে সিঁড়ির স্বৈরাচারী হাতল
নবীন সূর্য তবুও আষ্টেপিষ্ঠে বালুচরে পিঠ অর্থহীন...
যে চিত্রপট গলতে গলতে এখন মাঝরাত
প্রতিধ্বনি শান্ত পায়ে যাবেই যাবে কাল
তবুও যদি পিচ্ছিল হয় সেই পথ ! ভাঙা কাপ-প্লেট -
ভেজা ঠোঁট, নড়ন-চড়ন পোস্টাপিস নামহীন...
খুব ব্যস্ত আছি,
পারলে শিশিরের নখে লেখা চিঠি পড়ে নিও প্যারাফিন!