STORYMIRROR

Sipra Debnath

Classics Inspirational

3  

Sipra Debnath

Classics Inspirational

চলো বিদ্রোহ করি

চলো বিদ্রোহ করি

1 min
327

চলো বিদ্রোহ করি প্রতিবাদ গড়ি,

ওই যে কত চালচুলোহীন

মানবতায় দীন মানসিকতায় ক্ষীন

যত্রতত্র অবাধ বিচরণ,

দক্ষতা দিয়ে পারে না করতে সম্মান অর্জন।

ব্যয় বহনে ক্রেতা করে আপনে

আস্কারা দিচ্ছে দেখো ওই,

ধূর্ত ব্যবসায়ীদের যারা

রচেছে লুটার ফাঁদ।

গাঁয়ে মানল কি না কি যায় তাতে,

সেজেছি আমি আপনি মোড়ল

বিদ্রোহ কে করবে।

প্রতিবাদের ঝড় তুলবে কে?

কেই বা হবে সোচ্চার!

যারা নিজেরাই জানেনা তাদের জন্য

কোনটা সম্মান কোনটা অসম্মান,

টাকা দিয়ে কেন কিনব সম্মান

যদি যোগ্যতা থাকে?

যোগ্য ব্যক্তির জোটে শুধু অপমান

অযোগ্যরা দাপিয়ে বেড়ায়।

মনে কি হয় না কারো

সমাজের থামে ধরেছে ঘুন?

যে কোন সময় ভেঙ্গে পড়লো বলে

 যদি না হয় এর প্রতিকার।


Rate this content
Log in

Similar bengali poem from Classics