চিঠি
চিঠি


তোমায় লিখেছিলাম চিঠি
মেঘদূত নয় ,বৈষ্ণবপদাবলি
হৃদয় পদ্মে নীল রক্ত ঝরে
তোমায় লিখেছিলাম চিঠি ।
রাত মোহনার দুইপাড় ভেঙে
জোয়ার জলে আগুন ঢেউ
বাস্তবের দ্বিখন্ডিত রাস্তায়
বিচ্ছেদের করুন বাঁশি বাজে।
তোমায় লিখেছিলাম যে চিঠি
সে চিঠি এখন শব্দের কারুকাজ
হলুদ অনুভবে বাদল ঝরে না
স্মার্টফোনে ভাসে ফ্যাকাসে মেসেজ ।