মনে রেখেছি তোমার নাম
মনে রেখেছি তোমার নাম
হারিয়ে যাওয়া আগে মনে রেখেছি তোমার নাম ।
শুকিয়ে যাওয়া আগে জমিয়ে রেখেছি চোখে জল
ইট-পাথরের এ শহরে হারিয়ে গেলে কোথায় ?
স্বপ্নগুলো ভেঙে দিলে কাচের মতো |
ঝড়ো কাকের মতো ভেঙে গেছে ডানা ।
তোমর - আমার পথ আজ অজানা।
স্বপ্নের রংতুলিতে আঁকা স্বপ্নগুলো
ভেসে গেছে চোখের সমুদ্রে !

