দীর্ঘ প্রতীক্ষার পর
দীর্ঘ প্রতীক্ষার পর
কতদিন দেখিনি তোমায়,
মনে ছিল শুধু তোমারই ছায়া।
চোখের কোণে অশ্রু জমে,
তোমার অপেক্ষায় হৃদয় কাঁপে।
আজ তুমি এলে সামনে দাঁড়ালে,
যেন স্বপ্ন সত্যি হলো।
চোখের ভাষায় কথা হলো,
হৃদয়ের বাঁধন আরও দৃঢ় হলো।
তোমার হাসিতে চাঁদ হাসে,
তোমার চাহনিতে ফুল ফোটে।
তোমার স্পর্শে প্রাণ জুড়ায়,
তোমার প্রেমে মন হারায়।
দীর্ঘ প্রতিক্ষার পর তুমি এলে,
যেন জীবন ফিরে পেলাম।
তোমার প্রেমে মগ্ন আমি,
শুধু তোমাকেই ভালবাসলাম।।
