STORYMIRROR

Rittik Pal

Romance Tragedy Others

4  

Rittik Pal

Romance Tragedy Others

বিষাক্ত

বিষাক্ত

1 min
295

উঠোনের মাটির প্রলেপ ক্ষয়েছে । 

প্রস্তর যন্ত্রনায় হাহাকার করে, 

সে উঠোন অসমাপ্ত বর্ধনশীল। 

চরম শীতের দেহ কম্পনে গাছের

অঙ্গ অঙ্গানু ছিন্ন হয়েছে। 

গ্রীষ্মের দাবদাহে জীর্ণ গাছের

পাতারা মুষলধারে ঝরেছে-

সেখানে বাড়ির কোনো হৃদয় নেই

থাকলেও নিথর নিষ্প্রাণ হয়ে আছে

এ বাড়ির প্রবেশ দ্বার বিষ লেপিত

পথে কঙ্কপত্রর পোঁতা আছে। 

এ দুকরে কাঁদার জন্য তৈরী

কিন্তু আসেনি কাঁদেনি তারা

সে ঘরে তুমি কি থাকতে পারবে? 


Rate this content
Log in

More bengali poem from Rittik Pal

Similar bengali poem from Romance