ভূস্বর্গ ভয়ংকর
ভূস্বর্গ ভয়ংকর
গল্পটা এদের কি ভুস্বর্গে শেষ হত?
যে মধুচন্দ্রিমা হতো নতুন শুরুর সোপান;
হল কাপুরুষদের বুলেটে ক্ষত - বিক্ষত,
এইটুকুই কি জীবন ছিল প্রেমিকের?
নাকি ভগবানেরই ইচ্ছে ছিলনা;
কে জানে; কি দরকার ছিল এই গিমিকের,
হলো কেনো চারহাত; কেনই বা ঘোরালে সাতপাক;
কেনই বা তাহলে সাজালে এমন পরিণতি;
ভেবে অসাড় একাকী স্ত্রী - অসহায়; ক্ষুব্ধ, নির্বাক,
তাই সে ক্রুদ্ধ অনলে; মাগিছে আজ চরম প্রত্যাঘাত;
হোক নির্মম শাস্তি ; পায় যেনো বিচার ; লক্ষ্য হৃদয় নিষ্পাপ;
তাই করজোড়ে শুধায় বীরাঙ্গনা আজ; রনসাজে কখন সাজবে সে; করতে শোধের আঘাত;
ক্ষুব্ধ দুর্গা তাই অপেক্ষারত যুদ্ধসাজে।
দশভূজার ত্রিশূল করেছে সজ্জিত ; অকাল মহালয়ার বোধন;
প্রতীক্ষা; কখন রনভূমির শঙ্খ বাজে- বীরদর্পে সিংহ
হানবে যে শত্রু মাঝে।
