সন্ধ্যামালতী
সন্ধ্যামালতী
কার গগনে হারায়েছো গো সন্ধ্যামালতী?
কার পবনে মিশেছো সর্বাঙ্গ লেলিয়ে?
কোথা দূর সমুদ্রে সাজায়েছো মেঘমন্দ্রের শালতি–
আশ্বিনের শুভ্র অভ্র সাজিয়ে?
কোথা রঞ্জিত করেছো পাপড়ির সমারোহে?
কোথা নিরালায় রাঙায়েছো বলো নব-বাসনার কুঞ্জ?
পাথরের গায়ে মৃত জোনাকিরা স্মরিয়া বেড়ায় মোহে,
বলো কার পানে ঢালিয়া দিয়াছো পঞ্চশরের পুঞ্জ?
প্রশান্তের তীব্র ঢেউয়ে ছুটিয়া চলে ক্ষুরধার সমীর,
মিটি মিটি করে জ্বলে ধূসর নক্ষত্র;
ছাউনির তলে, প্রদোষের রেশে—
পাখিরা নিরুপায় হয়ে যবে নীড়ে ফেরে,
ফোটে সন্ধ্যমালতী নীশিথের তরে, আমায় একেলা ফেলে!

