স্মৃতির পাতায়
স্মৃতির পাতায়
আর দেখা হলো না আমাদের,
গল্প গুলো শেষ হলো না আর ,
ছেড়ে আসা চায়ের কাপগুলো থেকে গেল ।
আর চাওয়া হলো না নোটের খাতা গুলো ,
আর ফেরা হলো না সেই চিরচেনা গঙ্গার ঘটে
দেখা হলো না ফেরিগুলোর এপার ওপার,
আড্ডার মাঝে সিগারেট খাওয়া হবে না ভাগ করে ।
পথ চেয়ে থাকবো না আর,
তোর আসার অপেক্ষায়।
দেখা হলো না শেষবারের মতো,
জড়িয়ে ধরে বলা হলো না কাল আসছিস তো,
আর ফেরা হলো না ক্লাসরুমগুলোতে,
ধুলো মাখা বেঞ্চগুলোতে ,
আর পরিষ্কার করবো না তোর বাগ দিয়ে।
আর ফেরা হলো না ,
ট্রেনের সিট রাখতে বলার ফোন গুলো আসবে না আর ।
ড্রেস পরে বদনাম করাও হন না কলেজের আর।
ভালো থাকিস তুই,
ভালো থাকবো আমি,
ফেলে আসা দিনগুলো থেকে গেল স্মৃতির পাতায় ,
আর ফোন নম্বরগুলো থেকে জাগ ফোনটাই।
