তুমি
তুমি
আমার শুধু আছে একটাই তুমি ,
তোমাতেই হারিয়ে যায় সবটুকু আমি।
দেখি চেয়ে তোমারে যতবার ,
নতুন করে ভালোবাসতে মন চায় আবার ।
চোখদুখানি দেখি মন ভরে না আমার ,
দেখিতে চায় আমি সাত জন্মে বার বার ।
হাসি করি কেমনে বর্ণনা ,
যেনো কোনো পাহাড়ি ঝর্ণা ।
না দেখলে তোমারে মন থাকে উদাসী ,
তুমি শুধু আমরাই আমি রবো তোমারই ।

