আমি আসব
আমি আসব
যখন তারার সব নিবে যাবে ,
যখন আধার করবে পৃথিবী কে গ্রাস ,
আমি আসব তোমাদের প্রকাশ হয়ে ,
নতুন এর আলোয় মুড়ে দেব তোমায় পৃথিবী ।
তারাদের আলো যখন যখন ফিরে আসবে ,,
জলে যখন আবার প্রাণ আসবে ,
জানবে আমি এসয়েগেছি ।
আমার প্রকাশ হবে উজ্জল,
আমার অস্তিত হবে শান্ত ,কিন্তু তীব্র শক্তির আধার ,
আমি সৃষ্টি আমি ধ্বংস ,আমি তুমি ,তুমি আমি ,
যুগে যুগে এসেছি আমি নতুন এর বার্তা নিয়ে
ভই পেয় না যেন ,
আমি আসব নতুন প্রকাশ হয়ে ।
