চিঠি লেখার অভিজ্ঞতা
চিঠি লেখার অভিজ্ঞতা


ইন্টারনেট আর হোয়াটস্যাপ নয় ,
এ কথা অনেক আগের দিনে -
উৎসাহের সে মুহূর্ত বিশেষ ,
সবাই চিঠির বদলে চিঠিই চেনে l
ধৈর্য তখন দীর্ঘ আর আবেগ ও
ছিল যত্ন করা ,
পেনের আঁচড়ে প্রতিটি শব্দ -
ভালোবাসার গন্ধে মোড়া l
প্রথম লেখা পোস্টকার্ডে
মামারবাড়ির খবর নেয়া ,
ডাকে ফেলে উত্তরের সেই
অপেক্ষা গুলো বুঝিয়ে দেয়া l
কাকার বাড়ি দূরের পথে ,
যাচ্ছে চিঠি ভাবছি মনে -
বানান কিছু ভুল ভ্রান্তি
পড়তো বকা যদি মা শোনে l
লেখার জায়গা সীমিত আর
বলার ছিল কথা হাজার ,
খানিক কথা থাকতো বাকি ,
অর্ধেক নিয়ে যেত রানার l
চিঠি লেখা সকল দিন
নিজেদের মতো গোছানো ছিল ,
আধুনিকতার নতুন হাওয়া
আবার নতুন ঢালে সাজিয়ে দিলো ll