চিঠি কাহিনী :::
চিঠি কাহিনী :::
মিয়ারাজ লিখবে চিঠি
তার প্রেমিকা রেহানাকে,
আসলো ছুটে আমার কাছে
বলল এসে, বল না দাদা
ভূমিকা কী হবে ?
আমি বললাম কর না শুরু
"প্রিয়তমাসু" বলে
চুলকে মাথা কলম হাতে
বসল সবে লিখতে
হঠাৎ লেখা বন্ধ করে
বলল "প্রিয়" সে নাই হলো ,
"তমাসু" কি তবে ?!
এবার আমি ঘোর বিপদে,
আমিও কি তা ছাই জানি ?
বললাম এক কাজ কর তুই
লিখে দে "সোনামণি" ---
ও দেখলাম বেজায় খুশি
হাসছে মুচকি হাসি --
বললে আমায়,
তুমি দাদা গুরু
"সোনামণি" দিয়েই তবে
করছি আমি শুরু ---।
তারপর সেই চিঠি খানা
রঙিন খামে ভরে
ঢুকিয়ে দিল বইয়ের ভাঁজে
অফ পিরিয়ডে -----।।
ঘরে ফিরে রেহানা যখন
জল আনতে গেল কলে,
বই গোছাতে গিয়ে
রেহানার মায়ের চক্ষু চড়ক গাছে !!
ফিরতে ঘরে রেহানাকে
শাসিয়ে মা বলে --
আসুক বাবা বোঝাবো তোকে
প্রেম কাকে বলে ----।।