চিরঞ্জীব হালদারের কবিতা
চিরঞ্জীব হালদারের কবিতা


প্রেমিকাটি বলিলেন পরিচয় পত্র দেখাইলে
ছাড়পত্র মিলিবে।
প্রথমে আমি জেব্রার ডাক ডাকিলাম।
তারপর একে একে ময়ূর আর তৃষ্ণার্ত হরিণের।
প্রহর খতম।
তবু চিচিং বন্ধ ।
আমার বাঁদরের কথা মনে আসিল।
ঈশ্বর করুণাময় আমি তাহার ভাষায় কথা বলিতে
বলিতে বলিতে বুঁদ নক্ষত্র কক্ষে প্রবেশ করিব করিবো।
এমতাস্থায় দেখি আমি আলিবাবাতে রূপান্তরিত।
হা ঈশ্বর
চিরঞ্জীব প্রাপ্তিতে কে যেন স্থগিতাদেশ শুনাইয়া
সেই যে অদৃশ্য হইলেন
ভাবিতে থাকি।