STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

5.0  

Priyanka Bhuiya

Classics

ছায়াপথ

ছায়াপথ

1 min
1.4K


কতটা ছায়াপথ শব্দরেখা ধরে হাঁটলে কবিতায় পৌঁছোনো যায়?

কতটা ধারাপাত শহরের ছাইচাপা আগুনের দহনজ্বালা মেটায়?

প্রশ্রয়ভিখারী মনের আস্কারার অন্তিম বিন্দুটার অস্তিত্ব কোথায়?

ঠিক কতটা উন্মাদনা জড়িয়ে থাকে বহু প্রতীক্ষিত বৃষ্টিফোঁটায়?


ট্রাফিকের ক্যাকোফনিতে শহরের ক্যানভাসে যুক্তিতর্ক অবান্তর,

দিনশেষে ভুলতে চাওয়া অভ্যেসরা তো ভালোবাসারই নামান্তর;

কালি ও কলমের খেলায় কবির স্বপ্নেরা মাতে একমুঠো আশায়,

পোশাকি ছদ্মনামেই লেখনী বাঁচুক কাব্যধারার চিরন্তন ভাষায়।


জীবনস্রোতের উজান ধারায় নিত্যনতুন চরিত্রদের আনাগোনা,

অজুহাতের ভাঁটায় নিখোঁজ যারা, সত্যিই কী তারা খুব অচেনা?

বিপ্রতীপ চাওয়া-পাওয়ার উল্টোস্রোতই জীবনতরীর অন্তরায়,

স্বরলিপিরা প্রতি মুহূর্তে যায় হারিয়ে জ্বলন্ত আলোকবর্তিকায়।।


Rate this content
Log in