চড়ুইভাতি
চড়ুইভাতি
শীতের আমেজ পড়তে না পড়তেই
মনে পড়ে গরুর গাড়ি চেপে চড়ুইভাতি অভিযান ।
শুকনো পাতা জোগাড় করে আগুন জ্বালানোর অভিজ্ঞতা ।
সবজি কাটার তাড়াহুড়ো, নদী থেকে জল এনে খিচুড়ি চাপানো ।
শীতের বাতাস মাঝে মাঝে যখন বয়,
হাড় হিম হয়ে হয়ে আসে ।
নদীর বালি সৃষ্টি করে তাজমহল ,
একনিমেশে ভেঙে ফেলা যায় স্বপ্ন মহল ।
লুকোচুরি , ব্যাট মিনটন খেলার মজা ,
শীতের রোদ ছাড়া কোথায় আর পাবে বলো ।
সর্ষে ফুলের মাঠে ছুড়তে থাকা শিশু ,
কোথায় যেনো হারিয়ে গেলো ।
গাছে গাছে হাঁড়ি বাঁধা, আসবে এখনই খেজুর নিতে ,
অল্প বাদেই ঘ্রাণ পাবে খেজুরের মহল থেকে ।
সূর্যি ডোবার আগেই চলে ঘর যাবার তোড়জোড়,
এই বছরের মত চড়ুইভাতি পরিসমাপ্তি হোক ।
