STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Fantasy

চৈতন্য চরিতামৃত

চৈতন্য চরিতামৃত

1 min
169

চরণ দুটি মাটিতে ; দু'হাত আকাশে তোলা,

মরণ নকলে খাঁটিতে ; ঝুলছে বাদুড় ঝোলা।

নি:শ্বাস গরম বাতাসে; বগলে ঝরে ঘাম ,

তিন টেক্কার তাসে ; বেঁধেছে আলুর দাম।

গায়ে গতরে ব্যথা ; পাগলা দাশু মন,

বল না চাষের কথা ; ছন্নছাড়া এ জীবন।

চকোলেট দুই ঠোঁট ; গরমে যদিবা গলে,

পিচ রাস্তার ঘোঁট ; পায়ের পাতা জ্বলে।

চলছে চৈতি সেল ; দোকানে নেই ভীড়,

বেড়ে গেছে পার্সেল ; বাজারে ধরিয়ে চিড় ।

অবসৃত এই জীবন ; ঘরেতে গিন্নি রাগী,

বাইরে কাটানো ভূবন ; এক নম্বর দাগী ।

ঘুণ ধরছে মনে ; ক্ষীণ হয় কলেবর,

তথাপি এই জীবনে ; ভাবনায় নির্ভর ।

চলেছি যবন সাথে ; চৈতের ভরা সেলে,

দেহের লবণ হাতে ; কইতে গেলেই জেলে ।

দোকানে শাড়ির দাম ; শুরু আন্দিজ থেকে,

বউটি কেনেন আম ; মালদার দর ডেকে ।

গিন্নি বলেন ' যাচ্ছ' ! দেখলেই কি হবে ?

এখনো বসে খাচ্ছ ; খরচা কত করবে ?

পকেট গড়ের মাঠ ; সবে মাস পয়লা ,

ছন্নছাড়া জীবন ; মনে হয় কাঠ-কয়লা।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy