STORYMIRROR

Saibal Ray

Tragedy Others

5.0  

Saibal Ray

Tragedy Others

চাকরির সন্ধানে

চাকরির সন্ধানে

1 min
299

আমার যদি থাকত রসদ

থাকতাম কোলকাতায়। 

লিখতাম কিছু উপন্যাস

আমার ধূসর খাতায়। 

জলরঙে আঁকতাম ছবি

সাদা ক্যানভাসে। 

গঙ্গাজলে ভেসে যেতাম

ভীষণ বদভ্যাসে।

কানা গলি ভিড় বাস

ঘেন্না করেও শেষে

রয়ে যেতাম কষ্ট করে

সৃষ্টির উল্লাসে। 

খারাপ সৃষ্টি ভালো হত

ধীরে ধীরে ধীরে। 

উদাস মন স্থির হতো

দুটো পঙতি লিখে। 

সে অবকাশ হল না আর

রইল সব পড়ে। 

বেকার মন ঘুরে বেড়ায়

চাকরির সন্ধানে। 


  


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy