STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

চা

চা

1 min
152

চা আমি,

সাথী আমি সবসময়ের

গ্রাম থেকে শহর

দেশ বিদেশ

সর্বত্র চাহিদা আমার 


প্রেম ও প্রণয়কে

উশুম করি আমি

সভা সমিতিতে সবাইকে

আপ্যায়িত করি আমি

বাস ষ্ট্যান্ড হোক বা রেলওয়ে প্ল্যাটফর্ম

বস্তির টিমটিমে আলোয় বা পঞ্চ তারকা হোটেলের চকমকে লাইটে

সবার মনকে সতেজ করি আমি ।


কবির কলমকে

প্রেরণা যে দিই আমি,

গ্রীষ্ম , বর্ষা ,শীতে, শরতে 

শক্তি জোগাই আমি 

ছাত্র, নার্স বা ডাক্তার

অ্যাথলেট বা জিমনাষ্ট 

সবারই হেল্থ টনিক আমি ।


একাকী সময়ের বন্ধু যে আমি,

চিন্তাগ্রস্ত মনকে হালকা করি গো আমি

কতশত গল্প গুজবের সাক্ষ্মী যে আমি

কত গোল টেবিল বৈঠকের নীরব দ্রষ্টাও আমি


আমার স্পর্শে ভাবনা মেলে যে ডানা 

আমায় দিলে একটি চুমুক

মনের গোপন গুহায়

কত রং বেরঙের আলো খেলে যায় 


ওগো চা ত্তুমি যে সর্বব্যাপী

পৃথিবী বিজেতা তুমি

কত সৃজনের আধার তুমি

দুঃখ বেদনার নাশক তুমি

তোমার নাই গো তুলনা

চা তুমি সত্যি অনন্যা  ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract