বসন্তের আজ ও কাল
বসন্তের আজ ও কাল
1 min
1.9K
আমার তখন সদ্য ষোলো।
বসন্ত মানে তখন, আগুন রাঙা পলাশ,
আর শেষ বিকেলের কোকিলের গান।
কখনো বা লাল, নীল, হলুদ শাড়ির ভিড়ের মাঝে,
হারিয়ে যাওয়া মনকে খোঁজার অভিযান।
আমার তখন হালকা গোঁফের রেখা, ভাঙা গলা,
আর বুকের মাঝে লুকিয়ে রাখা,
তোমায় বলার জন্য এক ঝুড়ি সপ্নের কথা।
সময়ের কাটাকুটি খেলায়,
ষোলোর নবীন,আজ ষাটোর্ধ প্রবীণ।
বসন্তের পলাশ বা কুহুতান আজ,
পুরোনো ছবির মতো আবছা।
সেদিনের সেই ষোলো আর তার এক ঝুড়ি স্বপ্ন,
আজ আছে অন্য কারো বুক জুড়ে।
তবুও তোমার স্মৃতি ফাগুন রাঙা আবিরের মতো,
আজও অমলিন, চিরন্তন।