বৃষ্টির শহরে তুমি
বৃষ্টির শহরে তুমি
অঝোরে বৃষ্টি নামুক শহর জুড়ে,
সেই প্রবল বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে।
সেই বৃষ্টি নামুক শ্রাবনের ধারায়
সেজে উঠুক তোমার পায়ে নূপুর হয়ে।
তারপর টুপুর টাপুর বৃষ্টি ঝরুক
সে তোমার শরীর ছুঁয়ে যাক
মেঘ কালো রেশমী তোমার চুল
ভালোবাসার বৃষ্টির জলে ভিজে যাক।
আজ বৃষ্টি ধারায় ভিজে যাক,
বিক্ষুব্ধ নাগরিক কোলাহল।
পিচঢালা পথে নেমে আসুক
ঠান্ডা হাওয়ায় নিস্তব্ধ আর নিরবতা।
আজ বৃষ্টি নামুক শহর জুড়ে
আজ বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
হোক শীতল তোমারই দেহ।

