STORYMIRROR

Arijit Ojha

Fantasy

2  

Arijit Ojha

Fantasy

বর্ষা মানে

বর্ষা মানে

1 min
2.0K

বর্ষা মানে মেঘলা আকাশ,

ঝম ঝম ঝম বৃষ্টি। 

বর্ষা মানে সিক্ত বাতাস,

থৈ থৈ থৈ সৃষ্টি। 

বর্ষা মানে মাটির বুকে,

মন মাতানো গন্ধ। 

বর্ষা মানে কাজের ফাঁকে,

ছুটির আনন্দ।

বর্ষা মানে ভেকের দলের,

নতুন উল্লাস।

বর্ষা মানে ঝরা বকুলের,

মিষ্টি মধুর বাস। 

বর্ষা মানে নদীর ঘাটে,

শ্যাওলা ভরা পার। 

বর্ষা মানে সবুজ মাঠে,

কচি ধানের সার। 

বর্ষা মানে জমা জলে,

হটাৎ ছুটি শহর। 

বর্ষা মানে সময় ভুলে,

স্বপ্ন বোনে প্রহর। 

বর্ষা মানে সূর্য হারা,

একলা অভিমানী আকাশ। 

বর্ষা মানে বাঁধন হারা। 

ছুটির অবকাশ। 


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Fantasy