STORYMIRROR

Nandita Pal

Tragedy

3  

Nandita Pal

Tragedy

বর্ণালী

বর্ণালী

1 min
269


হেমন্তের কুয়াশা বিকেল সেদিন শিরশির,

উত্তুরের হাল্কা হাওয়ায় পারদ নামছে ফুরফুরে।

হাসির ঝঙ্কারে ভরে থাকা, অবিরাম শক্তি নিয়ে যে চলে,

ক্লান্তি যাকে ভয় পায়, সে চির স্তব্ধ হয়ে গেলো কি করে।


আমি আকাশের কাছে জানতে চেয়েছি,

সে বলেছে, সে তাকে সাত মহলার রানী করে রেখেছে।

আমি সকালের সূর্যের কাছে জিগ্যেস করেছি, সে বলেছে

মহা আত্মায় এই অপূর্ব শক্তি মিলে মিশে বিলীন হয়েছে।


তবু আশায় রইলাম তাকে দেখবার ভাঙা চাঁদের আলোয়,

থোকা ছাতিম ফুলের গন্ধে মনে করব তাকে প্রতিবার।

যখন ভ্যাপসা গরমে আকাশ রাঙ্গাবে সাতরঙা রামধনু,

বর্ণালী তুই রইবি আমাদের মনের মণিকোঠায় আলো করে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy