বৃদ্ধাশ্রম
বৃদ্ধাশ্রম


ছোট্ট খোকাটি কাঁদত সেদিন
মুখ লুকাতো ভয়ে বুকে মায়ের
চুমু খেয়ে মা বলতো তাকে
আমি আছি তো চিন্তা কিসের
বৃদ্ধাশ্রমের ওই ছোট্ট ঘরের কোনটাতে
মা যে আজও কাঁদছে বসে
চোখ মোছানোর কেউ নেই তার
খোকা যে আর আসেনা পাশে।
ছোট্ট খোকাটি কাঁদত সেদিন
মুখ লুকাতো ভয়ে বুকে মায়ের
চুমু খেয়ে মা বলতো তাকে
আমি আছি তো চিন্তা কিসের
বৃদ্ধাশ্রমের ওই ছোট্ট ঘরের কোনটাতে
মা যে আজও কাঁদছে বসে
চোখ মোছানোর কেউ নেই তার
খোকা যে আর আসেনা পাশে।