STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Classics

4  

Sipra Debnath

Abstract Tragedy Classics

নিজের মুখোমুখি

নিজের মুখোমুখি

1 min
574

অসম্ভব রকম ভাল লাগছে আজ এই মুহূর্তে

আজ নিজের মুখোমুখি আমি

এতদিন নিজের ছায়াকে অবজ্ঞা করেছি মোহমায়ার বশে

মিথ্যা কিছু ফাঁপা বকবকানিকে আপন পৃথিবী ভেবে

অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছি বিশ্বাস করেছি।

মানুষ কি না পারে!!! আপন বয়সটাও ভুলে যায়!

চোখে সর্ষেফুল দেখে,,,

মিথ্যের পর মিথ্যে জুড়তে জুড়তে

একদিন সে মিথ্যের পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায়

একদিন আসে আর সে পেরে ওঠে না

অজুহাত দেয়।

আলেয়ার পিছনে ছোটা?

কাউকে জবাব দিতে হয়না

কেউ কারোর জবাবের অপেক্ষায় থাকে না

জবাব দিতে হয় নিজেকে যদি বিবেক থাকে নিশ্চয়ই।

নিজেকে কি ফাঁকি দেয়া যায?

এবার আর কোনো পিছুটান নেই একেবারেই মুক্ত

আয়নায় তাকিয়ে দেখে ছিলাম এখন শুধু আমার আমি

আর কেহ কারো নয়

আমাকে মিথ্যে নামে ডেকেছিলে

বড্ড মিথ্যুক তুমি

তা না হলে পবিত্র নামটাকে কলঙ্কিত করতে না অন্য কাউকে একই নামে ডেকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract