STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

4  

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

বানভাসী নদী

বানভাসী নদী

1 min
402

প্রত্যাশার একটা ডিঙি নাও ভাসিয়ে

বেয়ে চলেছে সম্মুখে অসীম সাগর,

জানি না কি সেঁচে আনবে মানিক

বরষার জলে নদী হয়েছে ডাগর৷

ওই পারে কুলভাঙা বানভাসি গাঁয়ে

কি জানি মনে হয় ডাক পাড়ে কেউ,

মাঝি নাও নিয়ে এসো আজ ঘাটে

হেথায় উত্তাল নদী,জাগে বিশাল ঢেউ৷

আমি ভাবি প্রতি শ্রাবণের প্রাতে

যখন মুসলধারে বারিদবরণ ঝরে,

কলমীর সেই চেনা চেনা বুনো গন্ধ

ভাসে বাতাসে খাল বিল হতে ঘরে ঘরে৷

কামিনী কাঞ্চনের থোকা থোকা ডালি

দামিনীর চমকেতে কম্পিত বারে বারে,

দুঃখ দিয়ে সুখটুকু নিয়ে যায় ছিনে

আসিলে জটাধারী মেঘ ধরনীর দ্বারে৷


Rate this content
Log in

Similar bengali poem from Abstract